খুলনা প্রতিনিধি :
রূপসায় সদ্য যোগদান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তার সাথে উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ মে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সদ্য যোগদান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা দ্বয়ের হাতে ফুলেল ডালি তুলেদেন উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তি যোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম সভাপতির বক্তব্যে বলেন- এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের পাশে পেয়ে আমি গর্বিত মনে করছি, কারন আমার পিতাও একজন মুক্তিযোদ্ধা, তাই পিতার মত ভালবাসা আপনাদের কাছ থেকে আশা করি। আমি যেনো সঠিকভাবে কর্তব্য ও দায়িত্ব পালন করতে পারি সেজন্য আপনাদের সহযোগীতা  কামনা করি। তিনি আরও বলেন- আমি এ উপজেলায়  সুনামের সাথে কাজ করে যাবো। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মান, অধ্যক্ষ সরদার ফৈরদাউস, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজি ইয়াহিয়া, আ: মজিদ ফকির,আ: মালেক শেখ, ওলিয়ার রহমান, আতিয়ার সরদার, জগদীশ চন্দ্র হালদার, টুকু মিনা, খোকা সেখ, গোলাম মোস্তফা, আ: ছবুর মোল্যা, আলী আকবর মোল্যা, সন্তোষ চিন্তাপাত্র, রবীন্দ্রনাথ বিশ^াস, খান দেলোয়ার হোসেন, মোস্তাইন তালুকদার, বজলুর রশিদ প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে