রূপসা প্রতিনিধি ঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে গত ২৪ মে পূর্ব রূপসা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। সরকার নির্ধারিত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় মেসার্স সিফাত ট্রেডার্স কে ১,০০০ টাকা,মেসার্স আন-নাবা মুসলিম সুইস কে ২০০০ টাকা ও অপরিচ্ছন্ন- নোংরা পরিবেশের জন্য মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫০০০ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।