রূপসা প্রতিনিধি :
‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার রূপসা উপজেলা পালিত হয়েছে বিশ্ব মাদকমুক্ত দিবস। এ উপলক্ষে গত ৩১ মে একটি র্যালী সকাল সাড়ে ১০টায় রূপসা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তামাক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: সঙ্গিতা চৌধুরী, প্রানি সম্পদ (ভার:) কর্মকর্তা ডা: তপু কুমার সাহা, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিপন কুমার ঘোষ, বন কর্মকর্তা মুজিবুর রহমান, স্যানিটারি পরিদর্শক মোতাহার হোসেন, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ ইসহাক সরদার, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হাওলাদার প্রমূখ।