রূপসা  প্রতিনিধিঃ
রূপসায় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে একটি ট্রান্সপোর্ট কোম্পানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল মঙ্গলবার(২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রূপসা ব্রীজ এলাকা থেকে ট্রাকে করে অবৈধভাবে পুশ করা চিংড়ি মাছ পরিবহন করা হছে।
সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রূপসা ব্রীজ এলাকায় বিকাল ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ বহন করার দায়ে মৎস্য পণ্য আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি মোঃ লিটন হোসাইন (৩২) সাং-সুলতানপুর, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরাকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে এবং অবৈধভাবে অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করে।
জব্দকৃত অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে