রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার নেহালপুর গ্রামের একটি রাস্তা নৈহাটী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রয়াত নিত্যরঞ্জন দে’র নামে নামকরণ করা হয়েছে। খুলনা-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার জীবদ্দশায় প্রস্তাবনা মোতাবেক ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী’র দিক নির্দশনায় সড়কটির নামকরণ করে ইউনিয়ন পরিষদ রেজুলেশন করে। নেহালপুর গ্রামের প্রশান্ত মজুমদারের বাড়ি হতে নেহালপুর মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে হয়ে খুলনা জেলা আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন মুকুল এর বাড়ি সংলগ্ন পর্যন্ত বিস্তৃত রয়েছে দুই হাজার ফুটের ইটের সোলিংয়ের এ রাস্তাটি।
৬ জুলাই বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নাম ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেহালপুর গ্রামের কৃতি সন্তান নিত্য দে’র জীবদ্দশায় মানবিক কর্মকান্ড শ্রদ্ধাভরে স্মরণ রাখতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী তার স্মৃতিকে আগামীতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান করার লক্ষ্যে রাস্তাটির নামকরণ করা হয়।
নেহালপুর মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ এর সভাপতিত্বে ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক সাংবাদিক সমাজসেবক বিনয় রঞ্জন দে’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাবুর রহমান মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য লিপিকা রানী দে, রেশমা আক্তার, নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. বেনজীর হোসেন, রূপসা উন্নয়ন সংস্থার সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, উপ-দপ্তর সম্পাদক মোহর আলী ফকির, কামরুল হাসান শান্ত, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পলু, মীর জাকির হোসেন, আবু বক্কার মোল্লা, হেলাল মল্লিক, দাউদ আলী শেখ, তুষার দাস, পিন্টু গোপাল দে ও রাজু দে প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন প্রয়াত নিত্য রঞ্জন দে ছিলেন আওয়ামী রাজনীতির অকুন্ঠ্য কর্মী। তিনি ব্যক্তি জীবন তথা জনপ্রতিনিধি হিসেবেও ছিলেন সমাদৃত। তার অবদান এ এলাকার মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।