রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের এক গৃহবধু গতকাল ২০ সেপ্টেম্বর গভীর রাত্রে আত্মহত্য করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ভুক্তভোগী পরিবার ও নিহতের স্বজনদের সুত্রে জানাগেছে, রূপসা বাঘমারা গ্রামের আবুল হাসান শেখের কন্যা লাইজুমনির (২০)সহিত পারিবারিক ভাবে আলাইপুর গ্রামের কালাম শেখের পুত্র রানা শেখ (২৭) এর  ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি  সংসারে নানাবীধ অভাব অনাটনের কারণে স্বামীর উপর অভিমান করে লাইজুমনি নিজ ঘরের আড়ার সাথে নিজ ওড়না পেছিয়ে  গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। লাইজুমনির তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে