রূপসা প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৬ মে’২২ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। হামদ্-নাত, কেরাত, ইসলামী জ্ঞান, উপস্থিত ব্ক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, সাধারণ কেয়ারটেকার মো. আমানুল্লাহ, মো. আকতার খান, হাফেজ এমদাদ, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ মো. শাহজাহান, হাফেজ গোলাম রসুল, মো. তৌহিদুল ইসলাম কচি, হাফেজ শাহিদুজ্জামান, হাফেজ এমরান গোলদার, হাফেজ নাসিম ফরাজী, হাফেজ মাহফুজ আহমেদ, হাফেজ কাজী হেদায়েতুল্লাহ, মো. আবু জাফর, হাফেজ আসাদুল্লাহ, হাফেজ আবু বক্কার সিদ্দিক, মুরাদুল ইসলাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে