রূপসা প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রূপসা উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে আলোচনা সভা , গাছের চারা বিতরণ এবং দোয়া মাহফিল আজ ১৫ আগস্ট সকাল ১১টায় পল্লী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ । বক্তৃতা করেন ইউসিসিএ চেয়ারম্যান এ্যাড: সুশীল কুমার পাল , সহকারী পল্লী উন্নয়ন অফিসার কাজী সাইদুজ্জামান , হিসাব রক্ষণ অফিসার জাহাঙ্গীর কবীর, রবিউল ইসলাম ফকির , পরিদর্শক গোপালচন্দ্র কুশারী , আবুল হাসান , ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেন , অনিমেশ আশ , শশাঙ্ক বৈরাগী , দেবাশীষ সরকার , প্রমুখ । আলোচনা সভার শেষে সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় ।