রুপালি শস্য মিজানুর রহমান
উঠেছে ঝড় ধরিছে হাল
ঝরিছে মুক্তধারা,
শত সহস্র ঢেউয়ের মাঝে
রুপালির একি খেলা।
মোহনায় সেই দেখা যায়
শুভ সন্ধিক্ষনে,
আজও মাতোয়ারা বাঙালি
রুপালির গুনোগানে।
পেট ভরে যায় মন ভরেনা
ব্যঞ্জনাত্মক স্বাদে,
কেউবা ডাকে ইলিশ বলে
কেউ বলে হিলসে।
স্বাদে গন্ধে মন ভরে যায়
পদ্মের সেই থালে।
আজও সেই দরকষাকষি
রুপালি শস্য হাতে।
জেলে কয় দেব না ভাই
কত দেবো তাই বলে।