রূপসী
শাহরিন সুলতানা

জীবন আমার বড়ই চতুর

নয়ন মেলিয়া
তোমারে দেখিয়া
এক রাজপ্রাসাদে
পরিয়াছি ললনার ফাঁদে
হৃদয় বরাবর।
রূপময়ী
নিরবে সহি
হেরিনু এক অচেনাকে
তোমারি সনে
তুমিও হেরিছিলে আমারে
এক পলকে
বহু আলাপ মনে মনে
হৃদয় জুড়ে।
আমি ভাবিনি
আবারও হইবে দেখা
ওগো হ্রদয় সঙ্গিনী
বহুর মাঝে তুমি একলা
পলকের ঔষধীনি
দূরীকরনে মনব্যাথা
ঝিলিক হাসিনী
কইওনা তুমি কথা
আমি যাইব হারি
নিস্তব্ধতায়
তোমারি বর্নমালায়
ব্যস্ততার সীমা ফারি;
কন্ঠ তোমারি
দিশা কারি
আমার মনখানি
লইবে টানি
দেহখানি অচেতনে
যাইবে জমিনে পড়ি
সে দায় তো তোমারি
ক্ষনে ক্ষনে;
ওষ্ঠের কম্পাঙ্কে, তরঙ্গে
স্থলে, অদৃশ্য কল্লোলে
হইব ভাসমান
মনোযোগে হাবুডুবু
চঞ্চলতা তামান
নিমিষেই কাবু।
অর্ধমুখ ঢাকিয়া কেশে
চক্ষু আলাপন শেষে
অচিন সনে
তাকি আমার পানে
চলিলে দিশায়
আমি ডুবি ঈর্ষায়।
নির্ঘুম রাত
আমি কাটাইনি
তোমারি বন্দনায়
প্রার্থনায়
চাহিনি ক তোমারি সাথ
আমি অশ্রু ও ঝড়াইনি।
চিরকাল কাটুক তোমায় ভালোবেসে
হেরি, ঐ ঘনিয়া আসে বাস্তবতা মানিবার সময়
আমি কভুই তোমারি পাশে
দাঁড়াইবার মতন নই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে