নিজস্ব প্রতিবেদক:
মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবেরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
অমর একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা জানান।
এরপর শহীদ মিনারে ফুল দেন তিন বাহিনীর প্রধান। পরে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
তারপর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গন। তবে করোনা অতিমারির কারণে এবারো শ্রদ্ধা জানানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোরতা আরোপ করা হয়েছে। সংগঠন থেকে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দুইজন একসাথে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।