বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

আজ সকাল দশটা নাগাদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানার কুমড়োপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রামপদ হালদার। তার বয়স ৩০ বছর। সকালে বাজার করে তিনি সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। হঠাৎই একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নিচে পড়ে গেলে গাড়ির চাকায় তার দেহ পিষ্ট হয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকার মানুষ ট্রাক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রাকের চালক পলাতক। পুলিশ তাকে অবিলম্বে গ্রেপ্তার করবে বলে জনগণকে আশ্বাস দিয়েছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে