সানোয়ার আরিফ রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেক (রামেক) হাসপাতালে নারীসহ ১৭ দালালকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।
গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে, রামেকের ভিতরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।পরে তাদের নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নগরীর বুধাপাড়া এলাকার স্বপ্ন ডোমের ছেলে স্বাধীন (টিপু), চন্ডিপুরের হারুন অর রশিদের ছেলে হাসিবুল ইসলাম, ডিংগাডোবার মৃত বরজানের ছেলে সূর্য, মো কবিরুদ্দিন সাইদুর রহমান, বহরমপুরের শফিকুল ইসলাম মো. রিয়াজ, আইডি চাগানপাড়ার মৃত সন্তোষের ছেলে শ্রী সন্জিত। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মহানগর ডিবি পুলিশের (এসি) রাকিবুল ইসলাম শামিম। তিনি জানান, রামেক হাসপাতালের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এমন অভিযান অব্যহত থাকবে।