রামপুরহাট কাঁদছে

মহীতোষ গায়েন

মাটিতে দেখি রক্তের দাগ,চাপ চাপ রক্ত…
তুলসীতলায় প্রদীপ জ্বলেনি আজও…
মসজিদে নামাজ পড়াতেও আতঙ্ক;নারী,
শিশুর দেহ পুড়ে ছাই,রামপুরহাট কাঁদছে।

মানুষের শিরায় শিরায় শিহরণ,রক্তে উন্মাদনা
শিয়াল ছুটে আসছে,আতঙ্ক-রাত্রি নীরব নিথর,
আকাশে শকুন উড়ছে,হত‍্যাকারীদের শাস্তি চেয়ে
রামপুরহাট কাঁদে,এসো সন্ত্রাস রোধে এক হই।

সমূহ সমাজে বইছে অশান্তির আগুন,গণহত্যার
দীর্ঘশ্বাস বইছে আকাশে বাতাসে,রাজনীতি নয়,
এসো শান্তির গান গাই,প্রতিরোধ গড়ে তুলি…
পোড়া হাত বেরিয়ে ডাকছে,রামপুরহাট কাঁদছে।

আগুনের পরশমণি ছুঁয়ে তোমার কবিতা হোক শান্তির,সব গান হোক শান্তির,এসো সম্প্রীতির
শরিক হই,তুলসীমঞ্চে সেই প্রীতির প্রদীপ জ্বলুক
মসজিদে ও মন্দিরে মন্ত্র উচ্চারিত হোক শান্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে