রাজশাহী প্রতিনিধিঃ

৬ মে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ। এতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, চাকরি স্থায়ী করন ও চাকরি প্রত্যাশীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন না করায় উপাচার্যের ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও বিভিন্ন দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতারা।

এনিয়ে রোববার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মাষ্টার রোল কর্মচারী ঐক্যপরিষদ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার বাসভবনের প্রধান ফটকে তালাদেয় সংক্ষুব্ধরা।

এ সময় পূর্ব নির্ধারিত অর্থনৈতিক কমিটির মিটিংএ বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রোরিয়াল বডি, ও অন্যান্য শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে আন্দোলনকারীরা তাতে বাধাদেয়। পরে অর্থনীতি কমিটির নিয়মিত মিটিংটি স্থগিতকরাহয়। আন্দোলনকারীরা এখনো উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে