রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমির পাশে পুকুর খননকালে একটি যুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
আজ(২৭ এপ্রিল) মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পেয়ে পাশেই অবস্থিত বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পরে পুলিশ সদস্যরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) খবর দিলে ঘটনাস্থলে র্যাব-৫ এর একটি দল এসে মর্টার শেলটি পর্যবেক্ষণ করে চারপাশে ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে৷
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। যেহেতু বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা আজকের মধ্যে পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে