নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দিনের মতো ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ২৮শে এপ্রিলের টিকিট।
সকাল ৮টা থেকে টিকেট বিক্রি কথা থাকলেও মধ্যরাত থেকে কমলাপুরসহ ঢাকার ৫টি স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। তবে, টিকেট পাওয়া নিয়ে নানা শঙ্কার কথা বলছেন তারা।
শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা; কমলাপুর রেলওয়ে স্টেশনের ঈদে ট্রেনের আগাম টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাজারো মানুষ। কেউ দাঁড়িয়েছেন শনিবার সন্ধ্যায়, রাতে, কেউবা ভোরে এসে যুক্ত হয়েছেন। অনেকে রোজা রাখতে সেহেরী করছেন এই লাইনে দাঁড়িয়েই।
ঢাকার কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁওসহ ৫টি রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ৫০টি কাউন্টার থেকে প্রতিদিন সাড়ে ১৩ হাজার ও অনলাইনে সাড়ে ১৩ হাজার সহ মোট ২৭ হাজার টিকিট বিক্রি করা হচ্ছে। আগাম টিকেট পেতে এসব কাউন্টারে ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকে কাঙ্খিত টিকেট পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।
আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কাউন্টারে টিকেট বিক্রি। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী পহেলা মে থেকে।