মোঃমাসুদ রানা, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল ২১জুন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, নির্বাচন অফিস সুত্রে জানা যায়। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬জন, মহিলা মেম্বার প্রার্থী ৯জন,মেম্বার প্রাথী ২৭ জন প্রাথী প্রতিদন্ধীতা করছে।ইউনিয়নে মোট ভোটর ১০হাজার ৯শত ৬০জন। রাত পোহাইলে ৯টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
কেন্দ্র গুলি হলোঃ কেন্দ্র নং ০১-খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় তিনতলা বিশিষ্ট নতুন ভবন, কেন্দ্র নং ০২-খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং ০৩-নওদাপাড়া দাখিল মাদ্রাসা, কেন্দ্র নং ০৪-দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং ০৫- ইয়ং স্টার ক্লাব টিনসেড ( একতলা ভবন), কেন্দ্র নং ০৬-গাড়ী বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং০৭- কইল হাট জামে মসজিদ সংলগ্ন হাটখোলায় দোচালা দুটি টিনসেড, কেন্দ্র নং ০৮-আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং ০৯- পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।