সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করে পুলিশ।
গত পহেলা এপ্রিল সন্ধ্যা ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের অন্তর্গত পদমপুর দক্ষিণ পাড়া গ্রাম থেকে মোঃ জামাল উদ্দিন জালাল (২৫) ও মোঃ আশরাফুল ইসলাম কালু (২৮) কে আটক করা হয়।
এসময় জামাল উদ্দিন জালালের কাছে হালকা গোলাপী রংয়ের ৪০ পিছ ও আশরাফুল ইসলাম কালুর কাছে হালকা গোলাপী রংয়ের ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত ১১ টার সময় রাণীশংকৈল থানাধীন হোসেনগাঁও ইউনিয়নের অন্তর্গত কলিগাঁও গ্রাম থেকে মোঃ ইব্রাহিম খলিল অরফে ফজর আলী (৩০) নিকট হতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলটে সহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা উভয়ে মাদক ব্যবসায়ী এ বিষয়ে উভয়ের নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।