সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি ব্যবস্থাকে টেকসই ও মজবুত করে গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপজেলার ২শত কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতাল জুলকার নাইন কবির স্টিভ।

উক্ত অনুষ্ঠানে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ঠাকুরগাঁও – ৩ মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষিবিদ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষক প্রমুখ ।

পরে ১,৮৫০ জন কৃষকের মধ্যে ২০০জনের প্রত্যেক কে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএসপি ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয় এবং করোনা ভাইরাসের কারণে জনসমাগম না করে বাকি কৃষকদের হাতে পর্যায়ক্রমে বীজ ও সার বিরতণ করা হবে জানা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে