মো: সাইদুল ইসলাম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

উপজেলার সদরের দুইটি স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, পুলিশের টহল চলাকালে রবিবার রাত অনুমান দেড়টার দিকে উপজেলার সদরের রেলগেট এলাকা এবং সায়েম উদ্দীন স্কুলের অদুরে যুবকরা ঘোরা ফেরা করছিলো। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের রকিব মন্ডলের ছেলে শামিরুল মন্ডল (২৫) ও পূর্ব বালুভরা গ্রামের আফজাল হোসেনের ছেলে ইউনুস আলী (৪৫), নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে স্বপন (৩০), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাবিব হোসেন (২৫) ও ইলশাবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে সুরুজ হোসেন (২০)।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আটক ৫ জনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে