মোঃসাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে মাক্স বিতরণ করেছেন।
রবিবার সকালে উপজেলা সদরের মামা ভাগ্না খেলাঘর এন্ড বিজয় কালেকশনের সৌজন্যে প্রোপাইটর যুবলীগ নেতা জাকির প্রায় দুই হাজার মাক্স বিতরণ করেন।
এদিন সকাল ১০ টায় রাণীনগর বাজার চৌরাস্তার মোড়ে মামা ভাগ্নে খেলাঘর এন্ড বিজয় কালেকশন থেকে মাক্স বিতরণ শুরু করা হয়। পরে রাণীনগর বাজার, উপজেলা বাসস্ট্যান্ড ও বিভিন্ন বাজারে এসব মাক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মিঠু, সাবেক যুবলীগ নেতা টুকু সরদার, সাবেক যুবলীগ নেতা জয়নাল সরদার প্রমুখ।