রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মাদক মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাজী আসলাম (৫২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন দুপুরে গ্রেফতারী পরোয়ানা মূলে আব্দুল লতিফ (৫০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসলাম উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত কাজী জাহান আলীর ছেলে এবং লতিফ তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ জানায়, একটি মাদক মামলায় চলতি বছরের ৪ জানুয়ারি বিজ্ঞ আদালত কাজী আসলামকে আড়াই বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে আসলাম পলাতক ছিলেন। সোমবার রাতে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহেল, মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অপর দিকে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে লতিফকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আসলাম এলাকার নাম করা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকে পলাতক ছিলো। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে