মোঃসাইদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে প্রায় ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করেছে থানাপুলিশ।
মঙ্গলবার রাত অনুমান ১০টায় উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গা পাড়া এলাকায় গত সোমবার স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর পূন: খনন করে চলে যায়। এর পর মঙ্গলবার বিকেলে স্থানীয় মাদ্রাসা ছাত্ররা পুকুর পারে খেলা করার সময় মাটির নিচে মূর্তিটি দেখতে পায়। খবর রাত অনুমান ১০টা নাগাদ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ৩৬ ইঞ্চি দৈর্ঘ ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্ত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, কথিত কষ্টিপাথরের মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।