মোঃসাইদুল ইসলাম রানীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের মোঃ লাভলু ফকিরের ছেলে মোঃছামিউল ইসলাম (১০ ) মো: রিফাত হোসেন (০৩) বেলা১১টার সময় বজ্রপাতে মারা যান এক সঙ্গে। পিতা মাতাসহ সারা গ্রামে কান্নার আহাজারি চলছে।