মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জুনিয়র ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে নতুন করে তুলে ধরা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলার সঙ্গে সম্পৃক্ত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

সোমবার বিকেলে উপজেলার শিবের মাধাই মুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাধাই মুড়ি যুবসমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন প্রাং উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, টুর্নামেন্ট কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল মোল্লা । উদ্বোধনী খেলায় রাতোয়াল জুনিয়র টিম বনাম করজ গ্রাম জুনিয়র টিম । টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

অনেকদিন পর আয়োজিত ঐতিহ্যবাহি এই খেলা দেখার জন্য আশে-পাশের গ্রাম থেকে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে  টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে