নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর উইনিয়ন তাঁতী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কুবরাতলী বাজারে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাহিদ শেখের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, চার জেলা সমন্বয়ে গঠিত তাঁতী সমিতির বগুড়া কাহালু অফিসের সিনিয়র সুপার ভাইজার জাহিদুল হাসান (মিন্টু) বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মোজাফ্ফর হোসেন শেখ,আব্দুর রজ্জাক বাবু শেখ, হাজী আব্বাস আলী শেখ, মোসারফ হোসেন শেখ, মুফতী আবুবক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম শেখ, সিরাজুল ইসলাম শেখ, আনোয়ার হোসেন শেখ,সাজ্জাদ হোসেন শেখ,আনিছুর রহমান শেখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার করনাকালীন সময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের জন্য অনেক অনুদান দিয়েছেন কিন্তু আমরা সেই অনুদান থেকে বঞ্চিত হয়েছি। বক্তারা আরও বলেন, বাংলাদেশে ইলেকট্রিক তাঁত শিল্প হওয়ার কারুনে ক্ষুদ্র হস্ত চালিত শিল্প প্রায় ধংশের পথে অনেকেই ব্যবসা ছেরে ভ্যান রিক্স চালিয়ে জীবন যাপন করছেন। বাংলাদেশ তাঁতী বোর্ডের আওতায় সরকারীভাবে সাহায্য সহযোগিতা পেলে আবারও তাদের ক্ষুদ্র হস্ত শিল্প চালিত তাঁত শিল্প চালু করার জন্য তাঁত বোর্ডের উদ্ধোর্তন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন।