মোঃসাইদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে নয়ন প্রামানিক (১৭) নামে এক যুবকের লাশ পরে আছে ধানের জমির আইলে।
বুধবার বিকেলে উপজেলার কালীগ্রাম বড়িয়া পাড়ার উত্তরে মন্ডল পুকুর এলাকায় লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী । যুবক নয়ন উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গোয়াল পুকুর পারের আনিছুর রহমানের ছেলে।
নয়নের মা আয়েশা বিবি বলেন,বুধবার সকালে নয়ন খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুর পুকুরের পশ্চিম পারের অদুরে ধানের জমির আইলের উপর লাশ পরে থাকতে দেখে। তবে নয়ন কিভাবে তার মৃত্যু হয়েছে এমনটা বলতে পারেনি যুবকের পরিবার।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একেএম চিশতীসহ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।