মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গ্রামীন মিডিয়া ইলেক্ট্রনিক্স শোরুমে চুরির ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া আরো একটি টিভি উদ্ধার করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পুশ্চিম বালুভরা গ্রামের বাঁশঝাড় থেকে এই টিভি উদ্ধার করা হয়। তবে এঘটনায় নতুন করে কেউ গ্রেফতার করা হয়নি। এর আগে চুরি হওয়া ৯ টি টিভি, ১টি ট্যাব ফোন, ১টি গ্যাসের চুলা উদ্ধারসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত ১১ জুলাই রাতে রাণীনগর সদরে গ্রামীন মিডিয়া ইলেক্ট্রনিক্স শো-রুমের টিনের চালা কেটে টিভি, মোবাইল, ট্যাব ফোন, গ্যাসের চুলাসহ প্রায় ২ লক্ষ ৮৭ হাজার ৩৯০ টাকার মালামাল চুরি হয়। এঘটনায় মামলা দায়ের হলে চোরাই মালামাল উদ্ধার ও জরিতদের সনাক্তপূর্বক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। বিশ্বস্ত সুত্র অনুযায়ী গত ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৯ টি টিভি, ১টি ট্যাব ফোন, ১টি গ্যাসের চুলা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুমিন অভিযান চালিয়ে বুধবার রাত অনুমান সাড়ে ৮ টায় সদরের পশ্চিম বালুভরা গ্রামের পূর্বের গ্রেফতার রনি আহম্মেদের বাড়ির পার্শ্বে অবস্থিত বাঁশঝাড়ের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় আরো একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জরিত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে