মোঃসাইদুল ইসলাম নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজার এলাকায় দিনমজুর, গরীব অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে বগারবাড়ী বাজারে ভান্ডারগ্রামের আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানা ও আকন্দ পরিবারের তত্বাবধানে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিন দিনমজুর, গরীব অসহায় ৫০ টি পরিবারকে খাবার হিসেবে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি সেমাই ও ১কেজি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিজ হাতে তুলে দেন আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানার সভাপতি ও গোবিন্দগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন মৃধা। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক রানা।