মোঃসাইদুল ইসলাম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
চলতি বোরো মৌসুমে কৃষকরা যাতে সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকারি ভুর্তূকি মূল্যে নওগাঁর রাণীনগরে ২জন কৃষকের মাঝে ধান/গম কাটার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কৃষি যন্ত্রপাতিতে সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্ত্বাবধানে পরিচালক বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভুর্তূকি মূল্যে কৃষকের মাঝে ধান/গম কাটা ও মাড়াইয়ের জন্য এই কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ। এদিন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোতাহার আলী মন্ডল ও আতাইকুলা গ্রামের রাসেল নামের ২জন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়।