রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ পেলো এলজিএসপির একটি করে কম্পিউটার।
মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ সচিবদের হাতে কম্পিউটার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন ।
জানা যায়, দেশের সকল ইউনিয়ন পরিষদের জন্য এলজিএসপি-৩ এর ডিপিপি মোতাবেক কম্পিউটার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেবা নিতে আসা জনসাধারনের দ্রুত কর্মসম্পাদনের নিমিত্তে এরই অংশ হিসেবে রাণীনগর উপজেলার খ: রাণীনগর, কাশিমপুর, গোনা, পারইল, বড়গাছা, কালীগ্রাম, একডালা ও মিরাট ইউনিয়ন পরিষদ’কে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়।