মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর রাণীনগরে কর্মহীন হয়ে পড়া সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার সিএনজি স্ট্যান্ডে মঙ্গলবার সকাল ১১টায় প্রায় ২৫০জন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, লাচ্ছা, চিনি ও তেল প্যাকেট করে বিতরণ করা হয়। বেবি ট্যাক্সী, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের রাণীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন জয় ও সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রাজের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এসব ঈদ সামগ্রী পেয়ে শ্রমিকদের মুখে দেখা দেয় আনন্দ। এসময় শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাকির হোসেন জয় ও রাজ বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া এসব শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এই ঈদ সামগ্রী দিয়েছি। তারা যেন অন্তত ঈদের দিন পরিবার নিয়ে ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে। এসময় তারা প্রধানমন্ত্রীর পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের সহযোগিতা করার পাশাপাশি সকলকে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে