রাজার প্রতি খোলা চিঠি
শ্রী রাজীব দত্ত
রাজা তোমায় এই রাজ্যশাসনে মানায়।
তোমার সুশাসনে রাজ্য সমৃদ্ধি সাজায়।
আচ্ছা, তুমি লক্ষ্য করো…
রাজ্যের চারিপাশ
হিংসা, মারামারি, কোথাও প্রাণের বিনাশ।
বিরোধীরাও তোমার প্রজা
তুমি না চাইলেও
অনুগামীরা দিচ্ছে তাদের সাজা।
তোমার শাসনে সর্বদা আমরা শান্তিতেই থাকি
কোথাও কোথাও তোমার নাম ভাঙিয়ে
দেখায় সন্ত্রাসের লাল আখি।
রাজা তোমার জয় আজ সর্বত্র
তবে কেন আর হিংসা, খুনাখুনি দিবারাত্র ।
একটু তাকিয়ে দেখ রাজা,
আমরা নেই কোন দলে
তোমাকে ভালোবাসি, তোমার নই বিরোধী।
আমরাও থাকতে চাই তোমার সাথে প্রাণ খুলে।
তুমি সুস্থ থাকো রাজা
তোমাকে আমাদের প্রয়োজন,
তোমার দীর্ঘ আয়ু কামনা করি
হে আমার আপন স্বজন।