সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ৫তলা ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন করলেন ইউএনও নূরে তাসনিম।

কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অথার্য়নে কাজের প্রাক্কলিত মূল্য ৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা দরপত্র মূল্য ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩শত টাকা ব্যয়ে নির্মিত ভবনের নিমার্ণ কাজের গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান,সহকারি শিক্ষা প্রকৌশলী মেহেদী ইকবাল, উপ-সহকারি প্রকৌশলী বিজন কুমার রায়, প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক আবু সাইদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে জিল্লুর রহমান টিটু প্রমূখ। বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল কবির রানা,রংপুর। শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মো: সাহেব আলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে