সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জেবুন্নেসা সহ অন্যান্য কর্মকর্তারা পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করে,পরে অফিসিয়াল সেক্রেট এক্টের অভিযোগ এনে রোজিনা ইসলামের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে কারাগারে পাঠানো হয়।রোজিনা ইসলাম কে হেনস্থা ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ঃ০০ঘটিকায় উপজেলার প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট ও প্রেসক্লাব রাজারহাটের যৌথ আয়োজনে মানব বন্ধনে বক্তব্য দেন বিএমএসএফের উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এনামুল হক এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিএমএসএফ ও প্রেসক্লাব রাজারহাটের সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানি মুলক মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।রোজিনা ইসলাম কে হেনস্তাকারী দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে