সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে রাজারহাট উপজেলায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।
লকডাউানের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকে সেনা বাহিনী ও উপজেলা পুলিশ প্রশাসন যৌথ মহড়া,সচেতনমুলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গেল কয়েক দিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক।এখন সর্বাত্মক লকডাউন ঘোষনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র।জরুরি ঔষধের দোকান ব্যতীত অন্য কোন নিত্যপণ্য দোকান খোলা হয়নি, কোন ব্যবসা প্রতিষ্ঠান । সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস।
রাজারহাট উপজেলা সদর বাজার ও নাজিমখাঁন সহ বেশ কয়েকটি বাজারে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় মামলায় পথচারি সহ দোকনীকে ২০০ টাকা সহ মোট ৪ জনের জরিমানা করেন ৮০০ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
অভিযান কালে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম। রাজারহাট থানা ইনচার্জ মোঃ রাজু সরকার সহ পুলিশ সদস্য আনসার ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসের কর্মচারিবৃন্দ।