সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

রাজারহাট উপজেলার সদর বাজারের ভাংরী ব্যবসায়ী টোটনের বিরুদ্ধে এক শ্রমিক কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

জানা যায় টোটন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের ভাই ও মরহুম শাহবাজ দর্জির পুত্র।

অভিযোগ সুত্রে জানা যায় গত মঙ্গলবার রাজারহাট বাজারের ভাংরী ব্যবসায়ী টোটনের ঘরে দৈনিক ৩৬০টাকা দরে শ্রমিকের কাজ করেন আমিনুল ইসলাম।কাজ শেষে শ্রমের পাওনা বুঝে নিতে গেলে মহাজনের সাথে বাদানুবাদ হয়।এরই এক পর্যায়ে ভাংরী ব্যবসায়ী টোটন শ্রমিক আমিনুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা লোহার রোড দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকেন।এতে আমিনুল ইসলামের বা পায়ের নিচের অংশে হাড় ভেঙে যায়।বর্তমান আমিনুল ইসলাম কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।আমিনুল ইসলাম পার্শ্ববর্তী চাকিরপশার ইউনিয়নের পীর মামুদ গ্রামের বাবলু মিয়ার পুত্র।
এ বিষয় আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন আমি টাকা চাইতে গেলে আমার উপর অতর্কিতভাবে চড়াও হন।তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারতে থাকেন।এরপর তার কর্মচারী এরশাদুল হক ও আইজুল ইসলাম কে আমাকে সিরির সাথে বেধে মারার হুকুম দেন।তারা আমাকে সিরির সাথে বেধে মারতে থাকলে আমি জ্ঞান হারিয়ে ফেলি।পরে জানতে পারি হেড মিস্ত্রী মোজাম্মেল ও আমার জেঠাতো ভাই সিদ্দিক আমাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করান।

এই বিষয়ে ১৯ মার্চ টোটন,আইজুল ও এরশাদকে প্রধান আসামি করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে টোটনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ওসি রাজু সরকার বলেন- অভিযোগের বিষয় আমি অবগত নই,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে