আসাদুর,রহমান, রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি :
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে, রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ জুন বিকেল সাড়ে চারটায় উপজেলা অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এ সংবাদ সম্মেলনে বলেন- মুজিববর্ষের অঙ্গিকার অনুযায়ী ভূমিহীনদের গৃহনির্মাণ ও ২ শতাংশ জমি বরাদ্দ দেয়ার লক্ষে ২য় পর্যায়ে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে ৬২টি ঘর, ঘড়িয়ালডাঙ্গা ইউপি ১৫টি ঘর, নাজিমখাঁন ইউপি ২টি ও বিদ্যান্দন ইউপিতে ১ টি ঘর, গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ দেয়া হয়েছে। আগামী রোববার ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
এসময় সুবিধাভোগীদের মাঝে দলিল, নামখারিজ, খতিয়ান, ডিসিআর, কবুলিয়ত নামা, সার্টফিকেট ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক রাশেদ প্রমূখ।