আসাদুর রহমান,রাজারহাট, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় হানিফ পরিবহন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালকের মৃত্যু হয়েছে।
এঘটনায় ৮ জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার(১৮ জুলাই) বিকেল ৩ টার দিকে রাজারহাট উপজেলার কুড়িগ্রাম-রংপুর সড়কের ছিনাই বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটির চালক কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র জসিম উদ্দিন(২৩)।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, ঢাকা থেকে আগত একটি বাস কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছিলো। এবং কুড়িগ্রাম থেকে তিস্তা অভিমুখে একটি ভটভটি ভাংরি মামামাল নিয়ে যাচ্ছিল। ছিনাই বাজারের পাশে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং হানিফ বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক হয়নি বলেও জানান ওসি।