সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
১০এপ্রিল শনিবার সকাল ১০টায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির পাঠকপাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান, রংপুর বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ ওহিদুল ইসলাম,গণপূর্ত বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রেকৌশলী মোঃ মনিরুজ্জামান,রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক,জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা প্রমূখ।