আসাদুর রহমান,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে,বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণি সম্পদ প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় শিল্পী দারা একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.জোবাইদুল কবির,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ। সাধন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন,ভেটেরিনারী সার্জন পবিত্র কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘরিয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার, সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।মেলায় মোট ৩০টি স্টলে খামারিরা গরুর দুগ্ধ উৎপাদনের সরনজাম,দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু,মহিস,ছাগল, ভেড়া, হাঁস, মুরগি,কবুতর,কোয়েল পাখি, টার্কি,খরগোশ প্রদর্শনীতে নিয়ে আসেন, এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানি গুলো প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।