সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রাজারহাট,কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত প্রানিসম্পদ প্রদর্শনীতে “ব্যাপারী এগ্রো ফার্ম “দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে।

০৫/০৬/২০২১ বিশ্ব দুগ্ধ দিবস ও বিশ্ব সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত ৫০ টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

এখানে বিভিন্ন ক্যাটাগরিতে উন্নত মানের প্রাণিসম্পদ প্রদর্শিত হয়। বিভিন্ন ক্যাটাগরি তে উন্নত জাতের গাভি বকনা, ষাড়, উন্নত জাতের ছাগল, ভেরা, মহিস হাঁস- মুরগী, কবুতর, সৌখিন পাখি, খরগস, টারর্কি সহ বিভিন্ন আকর্ষনীয় প্রাণি প্রদর্শনী হয়েছে।

এছাড়া প্রাণী সম্পদ সংশ্নিষ্ট বিভিন্ন প্রযুক্তির যেমন হাইড্রপনিক ঘাস, ইউ এম এস খাদ্য ক্রিম, সেপারটর মেশিন, মিল্ককিং ইত্যাদি ৫০ টি স্টলের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহনকারীগন কে যাতায়ত ভাতা, দুপুরের খাবার, নাস্তা, এবং বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট সহ পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জোবাইদুল কবীর, কবীর প্রাণিসম্পদ প্রদর্শন উদযাপন কমিটির সদস্য সচিব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সহ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তর এর সকল কর্মচারী কর্মকর্তাগণ। সবার অংশগ্রহণ ছিল খুবই সাবলীল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে