Dhaka ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজারহাটে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র সহ আহত তিন

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ২৯ Time View

আসাদুর রহমান,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াৎ গ্রামের নাককাটির হাট দাড়িয়ার মোড়ে ওসমান গং এর হামলার শিকার হয় নুর বকস ও তার পরিবার।

পরে নূর বকস বাদী হয়ে রাজারহাট থানায় ওসমান আলী (৩৫), শামছুল আলম (৩৮), আলী হাসান (২৯) সহ অজ্ঞাতনামা নামা কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ২৯ জুলাই রাত ১১ ঘটিকায় ওসমান গং নাককাটির হাট বাজারের দাড়ির মোড়ে নূর বকস এর পুত্র মিলন মিয়াকে আটক করে পূর্ব শত্রুতার জের ধরে লাটি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে।

একই দিনে রাত ১১.৩০ ঘটিকায় ওসমান গং আবারো নূর বকসের বসত বাড়িতে লাঠিসোটা ও দেশিও অস্ত্র নিয়ে হামলা করে। এতে নূর বকসের ছেলে মিলন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে,সেই মুহূর্তে মিলন মিয়ার স্ত্রী শাহনাজ এগিয়ে আসলে আসামীগণ তাকেও এলোপাতাড়ি মারপিট করে জখম করে, নূর বকস ঘর থেকে বেড়িয়ে আসলে ওসমান গং লাথিঘুশি তাকেও মেরে আহত করে।
প্রতিমধ্যে ৩ নং আসামী আলী হাসান নূর বকসের ছেলে মিলন মিয়ার ঘরে ঢুকে স্টিলের বাক্স খুলে ব্যবসার অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

নূর বকসের পরিবারের আত্নচিৎকার শুনে এলাকাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । ২ দিন যাবত চিকিৎসা গ্রহনের পর তারা বসত বাড়িতে ফিরে আসলে ওসমান গং লাঠিসোটা নিয়ে নূর বকসের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে হুমকি প্রদান করে ভয় ভিতি দেখাতে থাকে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সাংবাদিকদের বলেন উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

রাজারহাটে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র সহ আহত তিন

Update Time : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

আসাদুর রহমান,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াৎ গ্রামের নাককাটির হাট দাড়িয়ার মোড়ে ওসমান গং এর হামলার শিকার হয় নুর বকস ও তার পরিবার।

পরে নূর বকস বাদী হয়ে রাজারহাট থানায় ওসমান আলী (৩৫), শামছুল আলম (৩৮), আলী হাসান (২৯) সহ অজ্ঞাতনামা নামা কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ২৯ জুলাই রাত ১১ ঘটিকায় ওসমান গং নাককাটির হাট বাজারের দাড়ির মোড়ে নূর বকস এর পুত্র মিলন মিয়াকে আটক করে পূর্ব শত্রুতার জের ধরে লাটি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে।

একই দিনে রাত ১১.৩০ ঘটিকায় ওসমান গং আবারো নূর বকসের বসত বাড়িতে লাঠিসোটা ও দেশিও অস্ত্র নিয়ে হামলা করে। এতে নূর বকসের ছেলে মিলন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে,সেই মুহূর্তে মিলন মিয়ার স্ত্রী শাহনাজ এগিয়ে আসলে আসামীগণ তাকেও এলোপাতাড়ি মারপিট করে জখম করে, নূর বকস ঘর থেকে বেড়িয়ে আসলে ওসমান গং লাথিঘুশি তাকেও মেরে আহত করে।
প্রতিমধ্যে ৩ নং আসামী আলী হাসান নূর বকসের ছেলে মিলন মিয়ার ঘরে ঢুকে স্টিলের বাক্স খুলে ব্যবসার অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

নূর বকসের পরিবারের আত্নচিৎকার শুনে এলাকাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । ২ দিন যাবত চিকিৎসা গ্রহনের পর তারা বসত বাড়িতে ফিরে আসলে ওসমান গং লাঠিসোটা নিয়ে নূর বকসের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে হুমকি প্রদান করে ভয় ভিতি দেখাতে থাকে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সাংবাদিকদের বলেন উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।