সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
রাজারহাটে ৮ই মার্চ নারী দিবস পালিত হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নারী দিবসে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে নারী দিবসের আলোচনায় বক্তারা অংশ গ্রহণ করেন।আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।অন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেয় রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,
উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,উপজেলা তথ্য আপা সোহেলী বেগম।নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ফুটিয়ে তুলতে সার্বিক তত্ত্বাবধায়ন করেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রাণী। এসময় সাংবাদিক সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।