সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারী চালিত অটোবাইকের ২ জন ব্যাটারী চোরকে আটক করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২টায় রাজারহাট সদর ইউপি তেলীপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত ভেলকা মামুদ এর পুত্র মোঃ মোসলেম উদ্দিনে ব্যাটারী চালিত অটোবাইক তার নিজ বাড়িতে চার্জে দিলে কুড়িগ্রাম জেলার ভেলাকুপা ব্যাপারীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ সফিকুল ইসলাম(৩৫) ও কুড়িগ্রাম জেলার পুরাতন হাসপাতালপাড়া গ্রামের মৃতঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ আরিফ (২৬) নামে ২ চোর ব্যাটারী চোর করে পালানোর সময় এলাকাবাসী আটক করে রাজারহাট থানা পুলিশের কাছে সোর্পদ করে।

রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, ব্যাটারী চালিত অটোবাইকের ব্যাটারী চোর দুই জনকে ইউপি সদস্য মোঃ শমসের আলী পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে