সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামুল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। উপজেলা কৃষি অফিসার শম্পা আকতারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু),প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বিএমএসএফের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসাইন প্রমূখ। বিতরণকৃত কৃষিযন্ত্রগুলো পাওয়ার থ্রেসার ৪৪টি,পাওয়ার স্প্রেয়ার ১০টি(স্প্রে ডিজেল চালিত),ফুট পাম্প ১০টি,উইনোয়ার ১টি(ধান চালুন),রিপার ১০টি(ধান কাটা) রাইস ট্রাম্পপ্লাটার ৮টি(ধান লাগানো),উইডার ১০টি ও হ্যান্ড স্প্রেয়ার ১০টি(কীটনাশকস্প্রে )।