আসাদুর রহমান,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত, তৃতীয় ধাপে লকডাউনের ৪র্থ দিনে কুড়িগ্রামের রাজারহাটে চলছে পুলিশ সেনাবাহিনীর কঠোর তৎপরতা।

চার তারিখ রোববার সকাল থেকেই রাজারহাট সদর সহ বিভিন্ন হাটবাজারে কঠোর তৎপড়তা দেখা গেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে তাসনিম এর নেতৃত্বে রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার ও তিন প্লাটুন সেনাবাহিনীর যৌথ তৎপড়তায় রাজারহাট সদর সহ বিভিন্ন হাটবাজার প্রদক্ষিণ করে নিত্য প্রয়োজনীয় দোকান যেমন,কাচামাল,ঔষধ ফার্মেসী ব্যাতিত অন্যান্য দোকানপাট খোলা ও অপ্রয়োজনে বাহিরে আসা লোকজনদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অংকের অর্থ দন্ডে দন্ডিত করেন এবং জনগনের মাঝে করোনা সতর্ক বার্তা প্রেরন করে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।

অন্যদিকে এসিল্যান্ট আকলিমা বেগম আনসার বাহিনীর সদস্যদের নিয়ে রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন,
করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে