সোহেল রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।

সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনা
ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন বুধবার সকাল ১০ টায় রাজারহাট সদর ইউনিয়নে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোঃ সাহের ধনী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের ক্রীয়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল। ছাত্রলীগের সাবেক- সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক সহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে