রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে । আটক মাদক পাচারকারী হলেন, মতিহার থানাধীন ডাসমারী এলাকার নুর ইসলামের ছেলে আনাস আলী (২১) ।

ঘটনার বরাতে জানা যায়, রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার এর নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অদ্য ১০ অক্টোবর সকালে ৯.৩০ ঘটিকার সময় মতিহার থানাধীন বিনোদপুর বাজারস্থ হানিফ/শ্যামলী বাস টিকিট কাউন্টার এর সামনে থেকে পাচার করার উদ্দেশ্যে ইজিবাইকের মধ্যে সিগারেটের খালি কার্টুনে খাঁকী রংয়ের কাগজের মধ্যে সাদা রংয়ের কসটেপ দ্বারা প্যাকেট আকারে মোড়ানো অভিনব কায়দায় রক্ষিত ০৬ টি প্যাকেটের সর্বমোট-১০০ (একশত) বোতল ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ আসামী অবস্থান করছিল । এ সময় তাকে ফেন্সিডিলসহ আটক করেন ডিবি পুলিশ । সংক্রান্তে মতিহার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে